'সমন্বয়' মাসিক ই-পত্রিকা সাফল্যের সঙ্গে দু'বছর অতিক্রান্ত করার জন্য সকল লেখক-লেখিকা, পাঠক-পাঠিকা, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের পত্রিকার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাই। বিশেষকরে আমাদের পত্রিকার বিভিন্ন বিভাগে যাঁরা নিয়মিত লেখা দেন, যে সমস্ত শিল্পীরা চিত্রকলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাঁদের প্রতি জানাই আমাদের আন্তরিক অভিনন্দন।
প্রাথমিক সাফল্যে উদ্দীপ্ত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীদিনে আমাদের পত্রিকার সঙ্গে যুক্ত লেখকদের লেখা নামমাত্র মূল্যে ই-বুক আকারে প্রকাশ করব। পরিবেশবান্ধব, কাগজবিহীন, দ্রুত শত শত মানুষের কাছে পৌঁছে যাওয়ার একমাত্র মাধ্যম ই-বুক। তাই আমাদের পরবর্তী পদক্ষেপ, একমাত্র লক্ষ্য ই-বুকের সাহায্যে প্রিয় লেখকদের বই বেশি মাত্রায় সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া।
প্রতিযোগিতামূলক সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগ্রহী লেখক-লেখিকারা ই-বুক প্রকাশ করতে চাইলে 'সমন্বয়' মাসিক ই-পত্রিকা সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সম্পাদকমন্ডলী সবসময় মনে রাখে, লেখক, পাঠকের প্রতি তার দায়বদ্ধতা সুষ্ঠুভাবে নির্বাহ করার ক্ষেত্রে 'সমন্বয়' পত্রিকা কখনই এক পা পিছনের দিকে হাঁটবে না।
আপনারা ভালো থাকুন, আর আমাদের ঠিক পথে থাকতে সহায়তা করুন।
১৫ ফেব্রুয়ারি, ২০২৫