সম্পাদকীয়

'করুণাময়ী সমন্বয় সমিতি'র মাসিক ই-পত্রিকা 'সমন্বয়' ২ বছর ৩ মাসের মধ্যে এক অসাধ্য সাধন করতে সক্ষম হয়েছে, প্রথম ই-বুক প্রকাশ করেছে। বইটি হলো, মমতা বিশ্বাসের জল, জঙ্গল, মাটির মানুষকে নিয়ে লেখা জীবনের প্রাণবন্ত চালচিত্র 'খাল-বিলের আখ্যান'। ধারাবাহিক ভাবে এই উপন্যাসিকাটির 'সমন্বয়' ই-মাসিক পত্রিকায় প্রকাশকালীন সময়ে বহু পাঠকের মনোরঞ্জন করতে সমর্থ হয়েছে। যে সমস্ত লেখার জন্য 'সমন্বয়' ই-মাসিক পত্রিকা পাঠক মহলে জনপ্রিয় হয়েছে, তাদের অন্যতম ১৩ পর্বের 'খাল-বিলের আখ্যান'। পাঠক সমৃদ্ধ এই ধারাবাহিকটির পরতে পরতে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের দিনলিপি নিখুঁতভাবে ফুটে উঠেছে, এখানেই লেখিকার সযত্ন লেখনীর সার্থকতা। ব্যতিক্রমী এই বইটির বহুল প্রচার কামনা করি, একই সঙ্গে লেখিকা জীবনমুখী চিত্রকল্প রচনার ডালি পাঠকদের আরও আরও উপহার দিন, এই কামনা করি।

আমরা আশা করি, আগামীদিনে 'সমন্বয়' ই-মাসিক পত্রিকার সঙ্গে যুক্ত লেখক, লেখিকারা আরও বেশি সংখ্যায় ই-বুক প্রকাশে আগ্রহী হবেন, আমাদের 'সমন্বয়' পত্রিকা তাঁদের লেখনীর প্রচারের দায়বদ্ধতা মাথায় রেখে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ও লেখক-পাঠকের মেলবন্ধনে আরও সদর্থক ভূমিকা পালন করবে।

বাসন্তিক শুভেচ্ছাসহ,
সুদীপ ধর
সম্পাদক


১৫ মার্চ, ২০২৫