কবিতা

থেকে যাও...



সফিউল আলম


তোমাকে তো যেতেই হবে
শঙ্খচিলের মতো বাসা ছেড়ে একদিন
উড়তে আকাশে,

সমুদ্রের বুকে খুঁজে নিতে জীবনের মানে
অনেক রক্ত ঘাম শ্বাস নিঃশেষে
শত্রুর অজস্র প্রশ্নবিদ্ধ বাণে...

ক্ষণিককাল থেকে যাও
থেমে যাক অস্থির ঝোড়ো হাওয়া

অনাবিল মুহূর্তগুলো সোনালী রঙে
বিমূর্ত হোক

থেকে যাও দু'দন্ড
আছড়ে পড়ুক তটে উত্তাল ঢেউ
ফেনিল উচ্ছ্বাসে...

তুমি তো যাবেই চলে একদিন...
থেকে যাও দু'দন্ড
সমগ্র জীবন জুড়ে...