কবিতা

শতবর্ষে নীরেন্দ্র



রতন কুমার নাথ


এখনো তোমায় খুঁজি, আজও এই শতবর্ষ পরে,
খুঁজি আমি পথে-ঘাটে, খুঁজি পাড়া-পড়শীর ঘরে।
যেই কোন শিশু দেখি, চোখে হাসি, মুখে শুনি কথা -
তখনই তো আশা জাগে, ভেঙে দিয়ে মূঢ় নীরবতা
স্পষ্টতর সত্য বাক্য এই বুঝি কবে উচ্চারিত,
কঠোর কঠিন বাণী, সিংহাসন হবে প্রকম্পিত,
তোষামুদে চাটুকার, নত মুখে দাঁড়াবে নীরবে,
আমি জানি, ওগো কবি, এই স্বপ্ন পুরো সত্য হবে।

আবার কখনো দেখি রাজপথে অন্যায়ের গাড়ি
সে গাড়িতে মিথ্যাবাজ প্রতিদিন শুধু দেয় পাড়ি,
প্রেমহীন প্রীতিহীন নিষ্ঠুরতা দু'ধারে ছড়ায়
তখনো একটি শিশু টলমলে পায়ে হেঁটে যায়।
থেমে যায় যত গাড়ি, অপ্রেম ও অন্যায়ের ধারা,
দেখি সেই শিশু যীশু সত্যকে দিচ্ছে পাহারা।
এখনো অমলকান্তি পথে পথে রোদ্দুর খোঁজে,
সবাই পাগল বলে, অমলকে ক'জনই বা বোঝে?

এ সব হাজারো কথা কাকে আমি বলি আজ, কবি
গোপন হৃদয়ে শুধু একমনে এঁকে যাই ছবি।
'অন্ধকার বারান্দায়' 'নক্ষত্র জয়ের জন্য' আজ
দেখি, তুমি জেগে আছো, প্রণাম তোমায় কবিরাজ।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।