‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কিছু আগে নোঙর ফেলে
দাঁড়িয়ে গেছে নৌকাগুলো,
নৌকার মাস্তুলে মাছরাঙা, কাক
নাম-না-জানা নানা বিটকেল পাখি
ফিসফিস ডেকে উঠছে -
অচেনা শব্দ কানে আসছে
প্রতিবেশী ঝোড়ো হাওয়ায়...
সাপের ফণার মতো লাখো লাখো অচেনা শব্দ
ভালোবাসাহীন হাড়মাস খুবলে খায় অক্টোপাস
তবু জানি, তুমি পাশে থাকলে
পৃথিবীটা অনেক সহজ হয়ে যায়,
পড়শিবাতাস মায়াকাননের মতো
লেপ্টে থাকে শরীরী ওড়নায়...
স্বপ্ননগরী বিলুপ্ত হওয়ার আগে
ঝঞ্ঝামেঘের চৌকাঠ পেরিয়ে
খুঁজে ফিরি আলোকবর্তিকা।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।