‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কোথায় ফুটেছে অসুখ,
কোথায় বা নিরাময়?
মানুষের মাঝে শ্বাপদ
হারিয়েছে বরাভয়।
বুভুক্ষা মিছিলে হায়েনা
প্রাণের কোষ্ঠী শোলা,
কাপুরুষ লোভী শরীরে -
জরায়ুতে নাভি ভোলা?
মানব আজিকে পশুত্বে,
হৃদয় ভুলেছে 'দ্যাশ'
কামনায় পোড়ে আমার
নিজেরই মেয়ের লাশ।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।