‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আশার মোমবাতিগুলো নিভে গেছে
ক্ষয় হয়ে যায় আগ্রহের ধার
নিজস্বতার উঠোনে ক্ষীণ হয়ে আসে আলো
চশমার ঘষা কাঁচে ঘনিয়ে আসে রাত
কাদামাখা পায়ে পাঁকের গন্ধ
ঘামের চিমটে গন্ধ লেগে আছে ছেঁড়া গামছার খুঁটে
শাপভ্রষ্ট অপেক্ষারা অন্ধকারে করে পূজা
লোনা ঘামে জর্জরিত বৈপরীত্যের দহন
মাকড়শারা জাল বোনে শরীরের চৌহদ্দিতে
ইতিহাসের আলোর নীচে শূণ্যতার ঘর
শূণ্যতার ফসিলে জমা হয়ে আছে শ্রমের বিনিদ্র মোহ
মোহভঙ্গের দলিলে লেখা ঝুড়িভর্তি আগ্রহ
ক্লান্ত পাখিরা দিন শেষের কবিতা পড়ে...