‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বেলাশেষের রাগিনী বাজে
ধূসর দিগন্তের কোলে
ঝরা পাতার মর্মর ধ্বনি
তোমার-ই কথা বলে।
সময় গড়িয়ে যায় বিরহী নদীর মতো
তবুও জীবন বয়ে চলে
তুমি আসো না বসন্ত আসে
অশোকে পলাশে শিমুলে পারুলে।
আনন্দ ভৈরবী বাজে বিষণ্ণ প্রান্তরে
কিছু ছবি আঁকা থাকে
হৃদয়ের ক্যানভাসে ব্যথার কাজলে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।