‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
পৃথিবীটা পুড়ছে রোদের তাপে
পিচ গলে গলে চুঁইয়ে পড়ছে রাস্তার গা বেয়ে
ইচ্ছের বাষ্পগুলো ফুটছে নিঃশ্বাসের তপ্ত বাতাসে
পাঁজরের হাড়গুলো বিষবায়ুতে শুধুই ফাঁপা!
শোকে তাপে মাটির বুক ফুটিফাটা
পাতাগুলোর নিথর দেহ ঝরে পড়ে অকালে!
মিথ্যার বেসাতি মুনাফা লোটে লাশ হয়ে
লোভী হয়ে ওঠে বুঝি হাতের দশটি আঙুল!
বিবেকের দণ্ডে বাসা বেঁধে আছে ঘুণ
মিথ্যার দম্ভ বাহানা খোঁজে প্রহরের ফাঁকে
লজ্জায় লুকিয়ে রাখে নির্ভেজাল কিছু মুখ
পৃথিবীটার শান্তির ঘুম উড়ে গেছে যেন কবে!
বদলে যাওয়া সময়ের নির্ঘণ্ট
ভালো-মন্দের অক্লান্ত খোঁজে ক্লান্ত
ভাঙা শরীরে হৃদয় চূর্ণ-বিচূর্ণ
তবু কি ভালো থাকার চেষ্টা সবই হবে ব্যর্থ?