তোমার জন্মদিন
তোমার রক্তে বাতাস কাঁদে
মানুষ নিদ্রাহীন।
অপলক সেই দৃষ্টির
জগতের রূপ বদলায় শুধু
বদল হয় না সৃষ্টির।
কত কথা মনে ভাসে
রক্ত আগুন জ্বলছে এখন
জান্তব উল্লাসে।
যেদিন তুমি এলে
আনন্দ গান গাইলো সবাই
সমস্ত কাজ ফেলে।
আলোকিত হলো ধরা
তোমার মিষ্টি হাসির আলোয়
মনটি পাগল করা।
পরিণত হলে যে-ই
উঠলো যে ঝড় কালবৈশাখী
মায়ের বুকেতেই।
আমার স্বদেশ ভূমি
উপহার দেয় এমন মানুষ
তারই চরণ চুমি।
আলোকিত পথরেখা
আঁধার ঘরের অর্গল ঠেলে
লিখলো রক্তলেখা।
সেই প্রলয়ের রাতি
কোন ঝঞ্ঝায় এক ঝটকায়
নিভে গেল সব বাতি।
মৃত্যু দানব এসে
ভোগ লালসার অকাল বোধন
নিয়ে গেল অবশেষে।
উল্লাসে মাতে ওরা
তিলোত্তমার অকাল পতন
কবে বুঝবি তোরা?
কোন ঘরে কে জানে
অগ্রগতির প্রলয় নাচন
বদলাবে কোন টানে।
মাগো অশ্রু ঢাকো
জাগ্রত সব সন্তান আজি
ছিন্ন বসন রাখো।
গলি থেকে রাজপথ
রক্ত আঁখির প্রলয় শিঙায়
জাগবে রক্ত রথ।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
Title: La Barricade
Artist: Ferdinand Lefman