কবিতা

যীশুহীন বড়দিন



পিয়া দাস


হে প্রভু, স্বার্থপর দৈত্যের বাগানের শিশু,
    ক্রুশবিদ্ধ রক্তাক্ত হয়েও করেছ ক্ষমা,
বিশ্ব মনে রাখেনি তোমার প্রাণের আহুতি
    শুধু ইতিহাসের পাতায় কাহিনী রয়েছে জমা।
আজ তোমার জন্মদিনে উৎসবের আয়োজন
    নাচগান খানাপিনা আমোদের হুল্লোড়,
তুমি আছো কেবল নিয়মরক্ষার চার্চে, প্রার্থনায়,
    তোমার নামে কেক কাটে বিশ্ব আপামর।
আলোয় আলোকিত রাজপথ উঠেছে সেজে,
    তারই একধারে অন্ধকার ঝুপড়ির দেবদূত,
উলঙ্গ এক শিশু অবাক চোখে দেখে,
    দয়াহীন, ক্ষমাহীন, মমতাহীন মানুষ অদ্ভুত।
ক্ষমার বার্তা দিতে চেয়েছিলে জীবন দানে,
    আমরা অনায়াসে ভুলে গেছি ব্যসনযাপনে,
লোভ আর হিংসার জ্বলন্ত লাভা উদগীরণে,
    আগ্নেয়গিরি পৃথিবী মাতে যীশুহীন বড়দিনে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।