‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
শীতের কুয়াশা ঘন, বড় এক গোয়াড়ে
পথ-ঘাট গিলে খায়, পড়ে এসে দোয়ারে,
ঠোকাঠুকি লেগে যায়, এর ওর সাথেতে
চায়ের কাপটা কাঁপে ঠকঠক হাতেতে।
ঠান্ডাটা বিচ্ছিরি পাড়াটাই স্তব্ধ
চিৎকার চেঁচামেচি এই শীতে জব্দ,
চারিদিক ঢেকে গেছে কুয়াশাটা ধায় যে
চুপিসারে গ্রামটাকে গিলে খেতে চায় সে।
তারই মাঝে যেতে হয় ব্যাগ হাতে বাজারে
পথটাকে খুঁজে পেতে মুখ ভরে ব্যাজারে,
চেনা পথ তবু যেন আজ আমি অন্ধ
বাজারের পথ হাঁটি শুঁকে শুঁকে গন্ধ।
সোজা পথ ভেবে হেঁটে পড়ে যাই পুকুরে
সেটা দেখে হেসে ওঠে দু'দুটো কুকুরে,
ঠাণ্ডায় কেঁপে কেঁপে উঠি আমি সাঁতরে
ভিজে গায়ে বাড়ী ফিরি রাস্তাটা হাতড়ে।
কি যে ভাই ঝকমারি বলব কি ভাইরে
এই শীতে আর আমি যাব নাকো বাইরে,
কুয়াশাটা গিলে খায় সকাল ও সন্ধ্যে।
চিত্রঃ পটাটো ইটারস্ (১৯৫০)
শিল্পীঃ জয়নুল আবেদিন