কবিতা

সময়



তাপস দেবনাথ


জীবনের দুর্বিষহ দিকগুলো খুঁজতে খুঁজতে
বর্তমানটা কোথায় হারিয়ে গেছে বুঝতেই পারিনি।
চারিদিকে কত আলো ছিল, খেয়াল করিনি কোনোদিন
শুধুমাত্র অন্ধকার নেমে আসার ভয়ে!

ভালোটুকু সেইভাবে কোনোদিনই ভালোবাসিনি...
মন্দ আলোড়ন আচমকা বিস্ফোরণের আশঙ্কায়।
নির্বোধ মনের বিষাক্ত ছোবলের ভয়ে
সোনালী স্বপ্নগুলি চাপা দিয়েছি বারবার।

আজ পশ্চিম আকাশে লালাভ সূর্যাস্তের উপস্থিতি...
এখন তোমায় খুব মনে পড়ছে
তোমাকে হারানোর বেদনা'রা হাহাকার করছে
চিৎকারে আফসোসে বারবার বলছে...
হারিয়ে ফেলেছি সঠিক সময়।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।