‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সেই কবে মা বলেছে কেমন মানুষ তুমি পাড়ার তেমাথা মোড়ে কেরোসিনের দাম বেশি |
এখনো মনে আছে এ কেমন ইমান দু'হাতে বিলাও দয়া ভরসা চাঁদের আলো |
চিত্রশিল্পীঃ জয়নুল আবেদিন ('দুর্ভিক্ষ', ১৯৪৩)