কবিতা

বিলাসিতা বটেই



আবু নাসিফ খলিল (বাংলাদেশ)


সেই কবে মা বলেছে
খাবার সময় কোনো
প্রতিদিন যারা বাঁচে
তিন বেলা খেতে পাওয়া

কেমন মানুষ তুমি
ভালো থাকলে তোমার
মনে মনে হিংসা জ্বলে
আপনেরে করো পর

পাড়ার তেমাথা মোড়ে
ভালোমানুষী মারপ্যাঁচে
কপালে জোটে হামেশা
প্রভুভক্ত ভৃত্য যেন

কেরোসিনের দাম বেশি
ওদের ঘরের বাতি

এখনো মনে আছে
কথা বলতে নেই
ক্ষুধা তৃষ্ণার আঁচে
বিলাসিতা তো বটেই

এ কেমন ইমান
কাছের প্রতিবেশী
চোখে অগ্নিবাণ
বন্ধু হয় দূরদেশী

দু'হাতে বিলাও দয়া
কাটে না অভাব তার
অপবাদ অপয়া
ভোলে না উপকার

ভরসা চাঁদের আলো
পারো যদি তুমি জ্বালো।

চিত্রশিল্পীঃ জয়নুল আবেদিন ('দুর্ভিক্ষ', ১৯৪৩)