কবিতা

ধ্যান



তৌফিক জহুর (বাংলাদেশ)


আত্মায় জমে থাকা ধূলো জিকিরের ঝাড়ুতে সাফ করি
আমার জিকির তুমি, আলতাপায়ে জামদানী
সাঁকো কাঁপে ঘুণে ধরা কাঠ, তবুও অর্ধশতকের জ্ঞান
সবুজ কাপড়ে মূর্খদের চিৎকার ঢেকে রেখে
সৌন্দর্যের পেয়ালায় চুমুক দেই রোজার বিশ্বাসে
পৃথিবীর লতাগুল্মে সেরা নাচের মুদ্রা তোমার পায়ে
ধ্যানে মশগুল জগৎ, নিকটতম অনুভবের নিঃশ্বাস
পিপাসায় আত্মা কাতর হলে ডুব দেই
তোমার নদীতে, পুরোনো অ্যালবামে খুঁজি স্মৃতির কফি
দুপুরের সিঁড়িতে বসে হৃদয়ের দপ্তরে ডায়াল করি
একটাই দরখাস্ত গৃহীত হবে, এসো স্টেশনে
দাঁড়িয়ে আছে আত্মা, অপেক্ষায়... এসো
অধিকারের চাবি দিয়ে খুলে ফেলি রুহের দরোজা
ওপারে অন্ধকার থেকে আলোর পথে হেঁটে যাই দু'জন
পাশাপাশি সমান্তরাল রেললাইন যেভাবে চিরটাকাল।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।