কবিতা

অপ্রেমের গল্প



শর্বানি ঘোষ


সরল নিরাবৃত মুহূর্তেরা হারিয়ে যাক বেলপাহাড়ির পথের বাঁকে
কিম্বা তাদের ভাসিয়ে দেব সুবর্ণারেখার সোনালী জলে।
আমি খুব বাধ্য হব, নরম হব, পূর্ণিমার চাঁদের মতো
অতীতের হাজারো কান্না হারিয়ে যাবে আমার সুখ-দুঃখের সংসারে
রাত জেগে পাহারায় থাকে শতভিসা নক্ষত্র,
হলুদ প্রজাপতি ডানা মেলে ওড়ে নিকানো উঠোনে,
সব সুখ কুমড়ো ফুলের মত লতিয়ে ওঠে ফাল্গুনের মাচায়।
আমি কত ভাল আছি, সুখে আছি একবার দেখে যাও,
বাকি সব অপ্রেমের গল্প, সে কেবল আমার ব্যথাতুর হৃদয় জানে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
শিল্পীঃ সুব্রত গঙ্গোপাধ্যায়