কবিতা

অনিকেত অপেক্ষায় থেকো



সজল শ্যাম


নরম মৃত্তিকায় খুঁজি পদচিহ্ন তার, বুক জুড়ে তোলপাড়
দেওদার সারি;
গ্রানাইট পাথরে খুঁজি ঝরনার গান, গ্রীষ্মের উঠোন ভিজিয়ে নামে বর্ষা-ঝুরি।

মেঘের রহস্যঘন টুপটাপ দিন; আরেক আকাশ জুড়ে হিমেল হাওয়া,
অভ্যস্ত জীবন গরম চাদরে চায় সুখ, জড়তা কাটে না
আলস্য জড়িয়ে আছে প্রিয়তমা মুখ।

ভীষণ সহ্যশীলা এ মাটি
জমা ক্ষোভ সযতনে চেপে রাখতে চায়।
অনিকেত এখন নদীতে যেও না, বক্ষে তার ধূ-ধূ বালুচর
অপেক্ষায় থেকো খোলা চোখে স্থির;
কখন ডাক দেয় প্রবল জোয়ার।