মোট ৩৩টি গল্প (১১টি ছোটগল্প ও ২২টি অণুগল্প) নিয়ে প্রকাশিত হয়েছে 'জীবন ছুঁয়ে' বইটি।
শুরুতেই লেখিকা জানিয়েছেন এর প্রতিটা গল্পের পাতায় ছড়িয়ে আছে 'আমার কথা', 'তোমার না বলা কথারা'।
পড়তে পড়তে মনে হয়েছে জীবন থেকে উঠে আসার গল্প বা বলা যেতে পারে আমার আপনার জীবনের অনেক ঘটনা নিজেরাই একটা গল্প হয়ে উঠে এসেছে।
'দুই পৃথিবী' গল্পে মা হওয়ার আনন্দ আর না হতে পারার যে তীব্র যন্ত্রণা তাই ফুটে উঠেছে। দুটি নারী অদৃশ্য এক শক্তিতে একমাত্র সন্তানকে আঁকড়ে ধরে আর একজনের দানে। পড়তে পড়তে চোখের পাতা আর্দ্র হয়ে ওঠে।
দ্বিতীয় গল্প 'বিনি সুতোর বাঁধন'। বিনি সুতোর বাঁধন কি হয়? এক প্রতিবন্ধী যুবক কেমন করে সেই বাঁধনটি বেঁধেছিলেন সেই নিয়েই গল্প।
এমনি করে লেখিকার 'সোপান', 'বন্দী প্রেম', 'মাদার্স ডে', 'বৃষ্টি নামার পরে', 'যা হারিয়ে যায়' ইত্যাদি গল্পগুলি পাঠকের মন ছুঁয়ে যায়।
'কালো রাত্রির খামে' গল্পটি একটি প্রতিহিংসা বা কারো মৃত্যু যে কতটা আনন্দের বা মুক্তির তা বন্ধুকে লেখা একটি চিঠির মাধ্যমে প্রকাশিত হয়েছে।
অণুগল্প শুরু 'এক্সকারসন' আর শেষ হয়েছে 'বেসুরো আগমনী' দিয়ে। প্রতিটি অণুগল্প চরিত্র অনুযায়ী ভারী সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
যেমন 'গুরুদক্ষিণা', 'দোলা', 'রাখী-বন্ধন', 'টানাপোড়েন', 'অস্তরাগ', 'পথে যেতে যেতে' ইত্যাদি।
বইটির অঙ্গসজ্জা মাঝে মাঝে সাদাকালো ছবি দিয়ে ভরিয়ে তোলা হয়েছে। যদিও এই ছবিগুলিকে নিয়েই বই-এর প্রচ্ছদ।
বইটির থিম 'নির্যাতিতা মহিলাদের বেদনা', কিন্তু প্রতিবাদী কোনো নারী চরিত্র তিনি হাজির করেন নি। বইটির সূচিপত্র নেই কেন তা বোঝা গেল না।
এ কথা বলা ভালো, লেখিকার হাত মিষ্টি, সরল সহজ ভাষায় লেখা, পড়তে কোথাও হোঁচট খেতে হয় না, গল্পগুলি বাস্তবিক জীবন নিয়ে লেখা, আশা করি বইটি পাঠকের মন ছুঁয়ে যাবে।
চিত্রঋণঃ লেখিকার কাছ থেকে প্রাপ্ত।