কত আঁধারে ঢেকেছে শান্তি ও সুখ
তোমরা কবে তা বুঝবে?
প্রতিদিন চলে কত হানাহানি
বর্ডার ওপারে দড়ি টানাটানি
কারণ ছাড়াই চক্ষু শাসানি
কিভাবে মানুষ বাঁচবে!
মৌলবাদীর রণ হুংকারে
কোথায় শান্তি খুঁজবে!
আমরা বাঙালি বুকে স্বাভিমান
প্রাণের বাংলা ভাষায়
বাংলা আমার অস্থি-মজ্জা
তার সবুজ বনানী কুসুম-সজ্জা
জ্যোৎস্নার রাতে বিভোর শয্যা
আবেগ তরণী ভাসায়
বাংলার এই অফুরান প্রেমে
হীনতা কভূ কি মানায়!
কেন খোঁজো বৃথা কে কোন ধর্মের
বাঙালীই হোক পরিচয়
এত আগুন ধ্বংস ভাঙা ঘরবাড়ি
যত অশান্তি ঘৃণা, সুখ নেয় কাড়ি
তুচ্ছ কারণে শুধু মারামারি
এই দেশ তোমার নয়
চোখ মেলে দেখো অসীম আকাশ
গাও তার শুধু জয়।
ধর্মকে ছেড়ে বলো উচ্চকণ্ঠে
আমি নন্দিত বাঙালী
বাংলা আমার শুভ আভরণ
সুখ সম্প্রীতি হোক না বরণ
আমার জন্ম হেথায়, হেথায় মরণ
আমি ভরা সুখে দেব তালি
আমি গর্বিত সুখে আকাশে তাকাই
যেথা চাঁদ ওঠে একফালি।