‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
প্রতিটা ক্ষেত্রে যখন দানবীয় অত্যাচার
অহর্নিশি ভাঙা-চোরা
আতঙ্কে ঝিমোয় শরীর, ঘুমের মধ্যেও স্বৈরাচার।
আবাদ জমিন লাঙল দিতে এসেছিল যারা
হঠাত্ তাদের জোয়াল ভাঙে
বুদ্ধিজীবীর আফিং ঘুম, লেখার মধ্যেও ভিন্নধারা।
বিদ্রোহের যত ঝাঁজ তাও ফোনের মধ্যেই দাবি
মোবাইলটা বড্ড আপন
সংগ্রামীরা আত্মকথা প্রচার করেই বিপ্লবী।
তবুও যেন সকাল হলে ভাবনাগুলো জাগে
যতই মারো অঙ্কের প্যাঁচ
আগুন জ্বালায় দু'একজন, আসবে না তারা বাগে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।