কবিতা

মৌনব্রতের দুয়ার ভাঙ্গো



সুব্রত চক্রবর্তী


হোক জনরোষ, উঠুক মিছিলে মিছিলে ঢেউ
প্রতিবাদের ঝড়ে আর রাজনীতি খুঁজো না কেউ।

মোমবাতি নয়, মৌনতা নয় কণ্ঠ ছাড়ো জোরে
আগুন জ্বালো প্রতিরোধের, জাগবে নতুন ভোরে।

কোন সে উকিল ধর্ষকেরে আড়াল করতে চায়?
নেতা, পুলিশ, আমলা যারা হচ্ছে কাদের সহায়?

বিচার হোক তাদের আগে, বারুদে জ্বালাও আগুন
ফুলে ফলে ভরবে যে দেশ আসবে ফিরে ফাগুন।

তোমার আমার কন্যা আজ সকাল দুপুর রাতে
কর্মক্ষেত্রে এগিয়ে চলে পুরুষেরই সাথে।

ছুটছে ওরা দেশ-বিদেশ দিচ্ছে সাগর পাড়ি
লাঞ্ছনাটা জুটছে আজও, দোষটা ওরা নারী?

নারীরা আজও স্বাধীন নয় বিজ্ঞাপনের পণ্য
নারী মুক্তি আন্দোলনে করছি ধন্য ধন্য।

আঁধার রাতের গল্পকথা গ্রাম শহর গ্রামান্তরে
মেয়ে হলেই পিষবে কেবল বৈষম্যের অন্তরে?

নির্ভয়াদের রাতবিরেতে ভয়ে ভয়েই পথচলা
হায়নার দল মাংস খোঁজে করেই চলে ছলাকলা।
মৌনব্রতের দুয়ার ভেঙে ত্রিশূল হাতে দুর্গা হও
চণ্ডী রূপী খড়্গ হাতে এবার পাল্টা জবাব দাও।