কবিতা

ঘর ছাড়ার সময়



তাপস দেবনাথ


বেলা গেল বয়ে দিগন্তে সূর্যাস্তের প্রতিচ্ছবি
লাল হলো আকাশের পশ্চিমা
গোধূলির তির্যক হলুদ আলো
চারিদিকে রইল ছড়িয়ে-ছিটিয়ে!

রইল পড়ে থাকা আধো আধো কাজ
পাখিরা ফিরে গেল নিজ নিজ ধামে
রব উঠল মন্দিরে, মসজিদে, ধর্মশালায়
সন্ধ্যাপ্রদীপখানি, কেউ জ্বালালো না আর।

অসংখ্য তারাদের এলোপাথাড়ি আলো
চির অন্ধকারের মাঝে নিমিষে মিলিয়ে
শব্দহীন হাহাকারে শক্তিহীন করে
স্তব্ধতার আতঙ্ক বিস্ফোরণ ঘটালো।

হইচই-এ সাথী-সঙ্গী সব এলো পাশে
দু'চোখের অশ্রুতে সিক্ত হলো বালিশ
কতবার - কতবার ফিরতে চাইল মন
সব বাঁধন ছিড়ে গেল - 'ঘর ছাড়ার সময়'!