‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কোথা যাস ওরে ওরে
লুথফর রহমান
ডাইনে-বাঁয়েতে দেখো
রামা কাটে কার কান।
এক ঘাটে মেজে থালা
আঘাটায় ধুতে যাস
এই সব চুপি চুপি
দেখেছিল রাজহাঁস।
ভোলেভালা নাকবোচা
রহমান লুথফর
সিপাহী বিদ্রোহে ছিল
সে ঠিক কাহার চর।
চীনে নাকি রাশিয়ার
কার ছিল কে জানে
কখন সে খুশি থাকে
মোৎজার্ট সে জানে।
কুঁজি রূপে সেজেছিল
দশরথ দরবার
হার্মাদ গোষ্ঠী নাকি
গড়ে দেয় তার হাড়।
কানাকানি চুলোচুলি
এর কথা উহারে
তাকে শুধু ভয় পায়
বিল্লি ও চুহা রে।