কবিতা

শৈশব



রবিন কুমার দাস


কোথা গেল সেইসব শৈশব হারিয়ে
দেখিনাকো হাঁটে তারা ধুলোকাদা মাড়িয়ে,
দেখিনাকো এঁদো ডোবা, হাঁসগুলো চড়তে
দেখিনাকো প্রদীপের আলো জ্বেলে পড়তে!

শৈশব দেখিনাকো ঝাঁপ মারে পুকুরে
হই হই রব তুলে ডুব দেয় দুপুরে,
গ্রামখানা খাঁ খাঁ করে, নেই সাড়া শব্দ
শিশুরা কি বই হাতে হয়ে গেছে জব্দ!

শৈশব দেখি আজ ঘরে ঢুকে দেয় খিল
ভীষন ব্যস্ত তারা ঘাঁটে সব মোবাইল,
এটা খোঁজে ওটা খোঁজে ট্রানসেন্ট জেন্ডার
আর কেউ বোলো নাকো ওরা সব টেন্ডার।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।