কবিতা

স্মৃতির সরণি



অচিন্ত্য সাহা


কুয়াশা জড়ানো শীতের সকাল
শিশিরের ঘ্রাণ মাখা,
আলোর পরশে জীবন জুড়ানো
স্নেহের বাঁধনে থাকা।

বাতাসের পিঠে রোদখানি মাখে
শীতল শিশির কণা,
পুবের আকাশে উঁকি দেয় চির -
পরিচিত এক জনা।

পাখির গানের কলি ভেসে যায়
দূরে হতে বহুদূরে,
পালকের পাখা মেলায় নতুন
সেই সে গানের সুরে।

করতালি দেয় কিশলয়দল
বাতাসে আগুন কাঁপে,
নব সাজে সাজে পৃথিবী আমার
বিগলিত উত্তাপে।

ছায়াঘেরা সেই বাংলা মায়ের
ভালোবাসা ভরা গান,
হারিয়েছে পথ বাকি আছে শুধু
পুরাতন দেহে প্রাণ।

ফিরে ফিরে আসে সে দিনগুলির
স্মৃতি মনের গভীরে,
আলোকের ধ্বনি উঠবে আবার
জীবন নদীর তীরে।

শুভকামনায় ভরা থাক আজ
স্নিগ্ধ প্রভাতখানি,
তোমার আমার মিলন-বাঁশিতে
বাজুক প্রাণের বাণী।