কবিতা

ভালোবাসা



তপতী চ্যাটার্জী


অপেক্ষার মহল পেরিয়ে এসেও
ভালোবাসার সংজ্ঞা খুঁজে পেলাম না
দরাদরিও করিনি কখনও

যা চেয়েছি সারাজীবন তেমনটা কি হয়?
পরতে পরতে দেনা-পাওনা, হিসেব নিকেশ
জীবন যেন জুয়ায় বাজী রাখা আছে
পেলে ভালো, নাও পেতে পারো
দৃষ্টিকোণের অভাবে ভালোবাসা এখন অবৈধ
তবু আটকায় কে?
নিষিদ্ধ হওয়ায় দাম বেড়েছে
নিরাপত্তা নয়।
ভালোবাসার রকমফেরে দ্বিধাগ্রস্ত মানুষ
যেদিকেই চোখ মেলে তাকাও
শুধু প্রতারণা আর স্বার্থপরতা

তবু ভালোবাসি সন্তানের টান,
আত্মীয়তার টান সংসারের টান প্রেমের টানে
অভিমুখ বদলে যায় বারবার।
তাই ভালোবাসা জয়ী হয়, প্রেম জয়ী হয়,
সম্পর্ক জয়ী হয়
কোন শর্ত ছাড়াই।