‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অশোক পলাশ ফাগুন আগুন দিনে
ভালবাসার আবীর রঙ লেগেছে
ফুলের বনে বনে;
কুহু কুহু কোকিল গাছের ডালে বসে
বসন্ত দিনের বার্তা দেয় শুধু আনমনে;
এমন দিনে
বিরহী রাধিকা কার জন্য
অশ্রু ফেলে গূঢ় অভিমানে!
ও কৃষ্ণ বাঁশুরিয়া - তুমি মধুর বাঁশি
বাজিয়ে শোনাও চঞ্চলা রাধিকার হৃদয়ে, মনে;
শ্রীমতি রাধিকা ছুটে আসবে গোপনে
পাতার পোশাক পড়ে
জোছনা আলোয় ভিজে অভিসারে;
আজ ভালোবাসার রঙ লেগেছে 'তাহার'
হৃদয় পানে
তাকে রাঙিয়ে দাও ভাসিয়ে দাও চন্দনের বনে
প্রগাঢ় চুম্বনে।