‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
স্বপ্নে যারে আমি রোজ দেখি
সে অন্য কাউকে খোঁজে...
স্বপ্নে যারে আমি রোজ দেখি
সব রাত চন্দ্রকলায় পূর্ণিমা তিথি
দিনের আলোয় উজ্জ্বল সূর্য
দুপুর দীপ্ত রঙিন,
জেগেও যার স্বপ্নে বিভোর
সে অন্য কাউকে খোঁজে...
শিরায় শিরায় বয়ে যাওয়া স্রোত
লোহিত কণিকা
শ্বাসবায়ু ভেবে নিতাম যারে ভরে
অবিরাম পাঁজরে
সে অন্য কারোর দহনবায়ু
সে অন্য কাউকে খোঁজে...
কষ্টগুলো সব গোলাপের পাঁপড়ি সাজিয়ে
দিনরাত, রাতদিন...
অবহেলার স্তূপ সরিয়ে খুঁজেছিলাম
বাহারি আলপনা,
সে আমারে আলেয়ার আলো ভেবে ক্রমশ
খুঁজেই চলেছে মরীচিকা...
যারে আমি স্বপ্নে দেখি রোজ
সে অন্য কাউকে খোঁজে...