কবিতা

নতুন আশা



তপতী চ্যাটার্জী


অনেক তো হলো মনখারাপের পালা
এবার একটু চোখ মেলে তাকাও
দেখ আকাশ কেমন আলোয় আলোকিত
দিন আমরা ধরে রাখতে পারব না সেটা ঠিক
যেটুকু পাও শুষে নাও আনন্দ
জানি বলবে - আনন্দ আহরণেরও বয়স থাকে
আকাশ দেখতে বয়স লাগে না
বাতাসের সঙ্গে সুর মেলাতে সুরেলা হবার দরকার নেই
মনে মনে তো বহু বছর এগোনো যায়
পিছোনোও যায়। চোখ ভরে
আনন্দ দেখতে অপরাধ কোথায়?
মন নিয়ে কাটাছেঁড়া অনেক হলো
যা হবার তাই হবেই, আমরা পাল্টাতে পারব না
তার থেকে বরং ভালোবেসেই কাটিয়ে দিই
এসো যারা এগোচ্ছে তাদের এগোতে দিই
এগিয়ে যাক ভবিষ্যৎ, এগিয়ে যাক ভালোবাসা এগিয়ে যাক
নতুন দিন নতুন আশা।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।