কবিতা

ছোঁয়া যায়



অচিন্ত্য সাহা


শক্তি তোমার না-ই থাকুক
ইচ্ছে থাকলে আকাশটাকে ছোঁয়া যায়।
শরীর তোমাকে যা-ই বলুক
মন চাইলে তাকে বশ করা যায়।

কণ্ঠে সুর থাকুক বা না থাকুক
তুমি ইচ্ছে করলে
প্রতিবাদের গান গাইতে পারো।
রক্তের সম্পর্ক না থাকলেও
বন্ধুর জন্য একটু রক্ত ঝরাতে পারো।

শরীরে বল না-ই থাকতে পারে
ইচ্ছে থাকলে বোকা বুড়োর মতো
তোমার সামনের পাথরটাকে
এক নিমেষে সরিয়ে দিতে পারো।
ভাষা খুঁজে না পেলে
যদি মন চায় তবে
অনায়াসে আয়ত্ত করতে পারো।

সাঁতার না জানা থাকলে
জলকে ছুঁয়ে দেখো,
সমস্ত প্রতিকূলতাকে জয় করে
পাহাড়প্রমাণ ঢেউকে
খুব সহজেই আপন করে নিতে পারবে।

যদি কোনো কিছু না-ই পারো
তাহলে যারা আকাশটাকে ছুঁতে চায়,
উন্মত্ত আক্রোশে ফুঁসে ওঠা
দু'পেয়ে হিংস্র শ্বাপদদের
বিষদাঁত ভাঙতে চায়,
তাদের অস্ত্রটাকে সযত্নে
শান দিয়ে দিও, আর সম্ভব হলে
ওদেরকেও স্পর্শ করে নিও,
তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।