কবিতা

এ মানবজমিন বাঁচাও নবী



শর্বানি ঘোষ


নিথর নিশ্চুপ দাঁড়িয়ে আছি, সামনে মানবজমিন
হৃদয়ের ক্ষেত বুনেছি গোঁসাই -
যে বীজ তুলে দিয়েছিলে হাতে
তাকেই জীবন বলে মেনেছি।
সেখানে আগাছা ছিল, শন ঘাস
লকলকিয়ে উঠেছে কালাচ সাপের মতো
যতবার তার ছোবল খেয়েছি
বিষে বিষে নীল হয়ে গেছি।
বিষাদ আর যন্ত্রণা ইট তুলেছে থরে থরে,
শোকচিহ্ন মুছে গেছে ভেঙে পড়া
সংসারের নীরব ক্লান্তিতে -
অভিযোগ পলাতকা, অপমান আর গ্লানির ফসল,
আজ তুলে দিলাম তোমার হাতে;
চৈত্রের শুষ্ক নদী আর দগ্ধ ক্ষেত,
ভালবাসার ফল্গুধারায় বাঁচাতে পারলে বাঁচাও নবী।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।