কবিতা

মুক্তি



তাপস দেবনাথ


অজান্তে বিষ গড়ায় নিষ্পাপ জঠরে
বিষাক্ত ছোবল অপেক্ষা করে।
ধমনীর রক্ত সঞ্চালন স্তব্ধ করবার আগামী প্রস্তুতি
দিন দিন বৃদ্ধি পায় অন্তরের গভীরে।
তবুও তাকে ঘিরে আলোড়ন হয়
মহোৎসবে মেতে থাকে সব ভুলে।

ভুলটা প্রাগৈতিহাসিক অভিশাপ
আনমনে গোটা বিকেলের ঝড় আছড়ে পড়ে মনে।
কত গাছ ভাঙে, কত ঘর ভাঙে
কতকিছু উড়ে যায় খড়কুটোর মতো
বন্ধ হয় আসা-যাওয়ার পথ।

চিরন্তন সত্যকে উপেক্ষা করাটা একটি স্বাভাবিক ধর্ম
চাদরটা সরালেই বীভৎস মূর্তিটা সামনে হয়তো আসতো!
চাদর সরানোর অভ্যেসটাই হারিয়ে গেছে...
অনাদির আদি থেকে তাই
মুক্তি চাওয়াটা সহজ, পাওয়াটা নয়।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।