আজ আবার ঝড় উঠেছে
আকাশ আজ রঙ মেখেছে
বাতাস আজ স্তব্ধ নীরব
মেঘা তুই বৃষ্টি ঝরা।
মেঘা তুই স্মৃতির পেখম
মেঘা তুই বৃষ্টি নুপুর
মেঘা তুই শ্রাবণধারা
ঝাপসা চোখে আগুন জ্বালা।
আজ আবার বৃষ্টি হবে
আজ আবার ভিজবো দুজন
ছুটে আয় মাটির টানে
ওলটপালট বৃষ্টি নামা।
মেঘা আমি রঙ মেখেছি
খুঁজে দে রঙিন ছাতা
শহর জুড়ে প্রলয় নাচন
পথ হারিয়ে চলছি একা।
মেঘা আমি অফিস পাড়ায়
ঘাম ঝরিয়ে ভ্যাপসা দুপুর
গোটা শহর খুঁজছে তোকে
খরা বুকে জ্বলছে আগুন।
শহর আজ ভীষণ দূষণ
স্বপ্ন হারা কাঁদছে মাতাল
তোর জন্য বদলি হওয়া
চাকরিটা আজ খুব প্রয়োজন।
ওই বুকেতে জ্বলছে আগুন
ওই পেটেতে ঝুলছে তালা
ওই বুকেতে রক্ত ঝরে
মেঘা তুই বাঁচতে শেখা।
আকাশে রঙ ভরে দে
বাতাসে ঝরুক শ্রাবণ
মুছে দে নোংরা ধুলো
ঘুচে যাক আত্মগ্লানি।
মেঘা তুই বৃষ্টি নামা
মেঘা তুই বাঁচতে শেখা...
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।