কবিতা

অপেক্ষা



শুভজিৎ চট্টোপাধ্যায়


দূরে ওই পাহাড় ঘেরা সবুজ মাঠে
একটা ছেলে তোমার জন্য স্বপ্নে হাঁটে।

কে জানে কোন অচিন বনের কোন কিনারে
একটা ছোট্ট ঘর বানালো নদীর ধারে।

তোমার জন্য ফুল ছড়িয়ে উঠোন নিকোয়
তোমার জন্য ঘরের সজ্জা ভালোবাসাময়।

সেই বনেতে সেই ঘরেতে আসবে কবে?
কবে কখন সেই পথেতে হাঁটতে যাবে?

তোমার জন্য লাল দোপাটি খাটের উপর,
তোমার জন্য প্রেম রেখেছে নিত্য প্রহর।

তোমার জন্য ভাসালো ছেলে প্রেমের ভেলা,
অপেক্ষাতে কাটছে দেখো জীবনবেলা।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।