কবিতা

সুদীর্ঘ রাতের কাব্য



অভিজিৎ রায়


রাত দীর্ঘ হলে তার মুগ্ধতার যতিচিহ্ন মুছে
নগ্ন হাত যতবার বাড়িয়েছি অমৃত সন্ধানে
ততবার ঘৃণা আর অপমান হিমেল দহনে
অস্তিত্ব লোপাট করে নিজেকে খুঁজেছে অভিমানে।

সময়ের মুখোমুখি দাঁড়িয়ে দেখেছি জীবনের
মিছে কোলাহল সব সত্যি হয়ে বাঁচে প্রতিদিন;
এমন নদীর বুকে পাথরেরা করে আর্তনাদ,
এমন ঘড়ির কাছে জীবনের আজীবন ঋণ।

দিন দীর্ঘ হলে তার ছায়া খুঁজে বৃথা হয়রানি,
অপমান, অভিমান উপদ্রুত উপকূল জুড়ে
মুগ্ধতার চিহ্ন সব মুছে দিতে মিছে কানাকানি
নোনাবাতাসের গায়ে লেগে থাকে মুলতানি সুরে।

সব সুর আড় ভাঙে, জীবনের পরমায়ু কমে
রাত দীর্ঘ হলে শুধু অপমান, অভিমান জমে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।