কবিতা

দূরের তুমি কাছের তুমি



তাপস সরখেল


দূরের তুমি কাছের তুমি একই দূরত্বে
মাঝে মধ্যে হয় যে দেখা দেখার বাইরে
যা হয় তা হোক বলে ঐ যে দিলে টান
নিঝুম দুপুর বেলাশেষে করছো নদীস্নান

মাঝে মধ্যে এও তো হয় ফুরিয়ে যায় বেলা
রোজনামচার ফিরিস্তিতে মস্ত বড় খেলা
ঠিকানা ভুল শেষ বেলাতে লিখছো চিঠি কাকে
এতোল বেতোল স্বপ্নগুলো সাজিয়ে রাখো তাকে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।