কবিতা

সৌরী ঘটক



বিমল দেব


আজ
চৈত্রের সন্ধ্যায়
আপনাকে মনে পড়ছে

দিন বদলের স্বপ্ন
আপনার সৃজনে ছায়া ফেলেছে নানা রঙে
সেই কবেকার কলকাতায়
হেঁটে গেছেন উত্তর থেকে দক্ষিণে
আপনার গল্পের চরিত্ররাও
হেঁটেছে সঙ্গে সঙ্গে

কত টানাপোড়েন
কত ঝড়ের রাত
পেরিয়ে গেছেন
আজও
মনে হয় হেঁটে যাচ্ছেন
দক্ষিণ থেকে উত্তরে।