‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আজ
চৈত্রের সন্ধ্যায়
আপনাকে মনে পড়ছে
দিন বদলের স্বপ্ন
আপনার সৃজনে ছায়া ফেলেছে নানা রঙে
সেই কবেকার কলকাতায়
হেঁটে গেছেন উত্তর থেকে দক্ষিণে
আপনার গল্পের চরিত্ররাও
হেঁটেছে সঙ্গে সঙ্গে
কত টানাপোড়েন
কত ঝড়ের রাত
পেরিয়ে গেছেন
আজও
মনে হয় হেঁটে যাচ্ছেন
দক্ষিণ থেকে উত্তরে।