কবিতা

বাংলা ভাষা



সৌমিত বসু


একটা কাপড় দিয়ে সামনেটা ঢেকে দিচ্ছি
পেছনটা হাহাকার।

যত্নে চোখ আঁকছি 
পেছন থেকে খুলে পড়ছে মাটি।

সামনে ঝলমল করে উঠছে সমস্ত অস্ত্র
পেছনে বাঁখারির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
হ্যালোজেনের আলোয় তার সারা শরীরে আগুন
পেছনে চাপচাপ অন্ধকার ব্যথা।

হারানো সমস্ত অক্ষর টাঙিয়ে রাখছি বাংলা কবিতায়
যদি পারো, পেছনটা খুঁজে নিয়ে পড়ো।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।