‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
একটা কাপড় দিয়ে সামনেটা ঢেকে দিচ্ছি
পেছনটা হাহাকার।
যত্নে চোখ আঁকছি
পেছন থেকে খুলে পড়ছে মাটি।
সামনে ঝলমল করে উঠছে সমস্ত অস্ত্র
পেছনে বাঁখারির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
হ্যালোজেনের আলোয় তার সারা শরীরে আগুন
পেছনে চাপচাপ অন্ধকার ব্যথা।
হারানো সমস্ত অক্ষর টাঙিয়ে রাখছি বাংলা কবিতায়
যদি পারো, পেছনটা খুঁজে নিয়ে পড়ো।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।