কবিতা

বসন্ত দিন যাচ্ছে চলে



সুনন্দা দাস


বসন্ত দিন যায়...
পাগল করা রঙের আবীর
যাচ্ছে উড়ে, যাচ্ছে উড়ে,
অন্য ঠিকানায়।

অসুখ বিসুখ, গোমড়া আকাশ,
তবুও তো উৎসব
তোমার মনে, আমার মনে,
দোলা লাগায় সংগোপনে
থাক বা না থাক চাঁদের আলো,
আজ সব কিছু সম্ভব।

অশিক্ষিত বসন্ত দিন
ফেলেনা দীর্ঘশ্বাস।
জানেনা সে শেয়ার বাজার
করোনা ভাইরাস।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।