বিবিধ

একটি কাল্পনিক কথোপকথন



অভিজিৎ রায়


- একটি মেরুদণ্ডহীন প্রাণীর নাম কর
- মানুষ। 
- একটি মেরুদণ্ডহীন জাতির নাম কর
- বাঙালি। 
- একটি দুর্নীতিগ্রস্ত দলের নাম কর
- বিজেমূল।
- এই সময়ের একটি সমস্যার নাম কর
- কর্মসংস্থান। 
- এই রাজ্যের একটি জুমলার নাম কর
- লক্ষ্মীর ভাণ্ডার।
- এই দেশের মূল সমস্যার নাম কর
- অশিক্ষা এবং ধর্মান্ধতা।
- নিশ্চিহ্ন হতে থাকা প্রাণীর নাম কর।
- কমিউনিস্ট।

- এবার আমি এই সর্ববৃহৎ গণতন্ত্রের ভবিষ্যত বলে দিতে পারি।
- বল।
- খুব মেতে থাকবে নাগরিক। হাজার টাকার ভর্তুকি নিয়ে দেড় হাজার টাকার জি.এস.টি. দিয়ে উৎসবে উৎসবে নেচে উঠবে ভোটার। প্রতিমুহূর্তে নিজের মাথার উপর বেড়ে ওঠা রাজ্য আর দেশের ঋণ ভুলে রামনবমী আর মহাকুম্ভের স্নানে নিজেকে গর্বিত করে চা আর চপ শিল্প নিয়ে ঘন্টাখানেক মাছের বাজারে চিৎকার করবে ভোটার। সরকার শিক্ষা খাতে খরচ কমিয়ে দিলে কোনও কোনও তথাকথিত পোষ্য অধ্যাপক তারও পক্ষে যুক্তি সাজাবেন তাঁর শিক্ষার আলোকে। একের পর এক মেলায় মফসসলের ভোটার ভুলে থাকবে ছেলে বা মেয়ের চাকরির জন্য কোন নেতাকে কত টাকা দিয়েছেন। আর, ধীরে ধীরে দুর্নীতির জালে দেউলিয়া হওয়া দেশের ভোটার রাম নাম সত্য হ্যায় করতে করতে না বুঝেই হেঁটে যাবেন শ্মশানের দিকে।

- সেই ভোটার কি তুমি নও!

- না। আমি নোটার সমর্থক। স্যোসাল মিডিয়ায় মাঝেমধ্যে ঘেউ ঘেউ করে ওঠা মধ্যরাতের পাড়ার গলির দর্শক। যাকে তুমি চেন দিয়ে বেঁধে রাখতে ভুলে গিয়েছিলে। আমি বুদ্ধিজীবী মুখোশের আড়ালে রাজনীতি করি না। আমার মুখ স্পষ্ট দেখা যায়।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।