'করুণাময়ী সমন্বয় সমিতি'র উদ্যোগে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান 'শনিবাসরীয় সান্ধ্যবাসর' (পর্ব - ২২)

বিশেষ ঘোষণাঃ গত বছরের (২০২৪ সালের) সেপ্টেম্বর মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বশেষ ভিডিওটি (পর্ব-২১) ইউটিউব-এ আপলোড করা হয়েছিল। তারপর অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি অনিবার্য কারণে কোনো ভিডিও আপলোড করা হয়নি। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

[যাঁরা পিসি-তে বা ল্যাপটপ-এ দেখছেন তাঁরা ভিডিওটি স্ক্রীনজুড়ে দেখতে কি-বোর্ডে 'f' বাটনটি টিপুন।
পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে হলে কি-বোর্ডে 'Esc' বাটন টিপুন।]